সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লাখাই উপজেলা হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এর উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহীনা আক্তার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, কালাউক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন মাস্টার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com