শায়েস্তাগঞ্জ পৌরসভার সচিব মাহবুব আলম পাটওয়ারীসহ পৌরকর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা। রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। বক্তারা বলেন রবিবার শায়েস্তাগঞ্জ পৌরসভার দু’জন কাউন্সিলর ও তাদের সন্ত্রাসী বাহিনী যেভাবে সচিব ও অন্যান্য পৌরকর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান তা’ অত্যন্ত ন্যক্কারজনক। এধরনের জঘন্য হামলা শুধু শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপর নয় বরং এ হামলা সারা বাংলাদেশের পৌরকর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার শামিল। বক্তারা আরো বলেন, এ হামলার ঘটনার তদন্তক্রমে দ্রুত দোষীদের গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আলী আকবর, শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম, সহ সভাপতি ফয়সল আহমেদ খান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, প্রচার সম্পাদক মোঃ ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ জামাল সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।