বাহুবল প্রতিনিধি ॥ একটি বিষয়কে কেন্দ্র করে বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামছুদ্দিনকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নূর মানিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই। আওয়ামী লীগ পুটিজুরী ইউনিয়ন কমিটিতে ৬৯ জন সদস্যের মধ্যে একজন প্রবাসে রয়েছেন, ৭ জন মৃত্যুবরণ করেছেন এবং বাকি সদস্যদের মধ্যে ২ জন ব্যতীত কার্যকরী কমিটির সকল সদস্য লিখিতভাবে তাকে স্বপদে বহালের আবেদন জানান। গত ২০ অক্টোবর হবিগঞ্জ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে এ আবেদন করা হয়। লিখিত আবেদনে সদস্যরা উল্লেখ করেন, মোঃ শামছুদ্দিন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করে আওয়ামী রাজনীতির সাথে আজও জড়িত আছেন। তিনি দীর্ঘদিন পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করার পর কাউন্সিলের মাধ্যমে আমরা তাকে সভাপতি নির্বাচিত করি। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করার কারণে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও দেশরতœ জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক প্রদান করলে, নির্বাচনে বিপুল ভোটে তিনি বিজয়ী হন। কিছুদিন পূর্বে একটি বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ বাহুবল উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাথে কোনো রকম পরামর্শ ছাড়াই তাকে পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করেন। এছাড়া যে বিষয়কে কেন্দ্র করে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে, সে বিষয়ে আর যত নেতাকর্মী জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে দুর্বল করার জন্যই আমাদের জনপ্রিয় সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে আমরা মনে করি। তাই প্রধানমন্ত্রী ও দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আন্দোলন বেগবান করার লক্ষ্যে মোঃ শামছুদ্দিনকে স্বপদ বহালের দাবি জানান সদস্যরা। উল্লেখ করা আবশ্যক যে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক যাকে পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিতে চেয়েছিলেন, তিনি এ আবেদনে প্রথমেই স্বাক্ষর করেছেন।