এম, এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় পুরো শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিপুল সংখ্যাক পুলিশ শহরে মোতায়েন রয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টায় শহরের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে শান্তিপাড়া নামক স্থানে।
প্রতক্ষদর্শী সূত্র জানায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের বিএনপি নেতা মুহিত চৌধুরী ও তিমিরপুর গ্রামের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদারের মধ্যে একটি সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, বাবুল চৌধুরী (২৮), শিবলু চৌধুরী (৩০), ঝলক দেব (৩৫), শেখ নূর উদ্দিন (৪৫), জাবেদ মিয়া (৪০), সাইদুর রহমান (২৫), মোঃ লোকমান উল্লাহ (৭৫), তরাজ উল্লাহ (২৪), জামিল আহমেদ (২২), ইদন মিয়া (১৮)। আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। উক্ত সংঘর্ষের ঘটনায় ওই দু’গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে উভয় গ্রামবাসী। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে যায়। লিখিত কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।