চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রুমন মিয়াকে (১৯) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্ত। রবিবার বেলা সাড়ে ১২টায় পৌর শহরের চন্দনা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে পৌর শহরের হাতুন্ডা গ্রামের ছায়েব আলী মীরের ছেলে।
আহত সূত্র জানায়, কলেজ ছাত্র রুমন মিয়া তার নানা বাড়ি থেকে ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বাইসাইকেল নিয়ে পৌর শহরের চন্দনা গ্রামে চারা বাগানের কাছে পৌঁছলে পথিমধ্যে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে একই গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে রিংকু ও রনিসহ কয়েক যুবক। হামলাকারীরা রুমনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ও নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কলেজছাত্র রুমনের পিতা জানান, আমার ছেলেকে ১৪ হাজার টাকা দিয়ে ব্যাংকে জমা করতে পাঠালে সে জমা না দিয়ে তার নানার বাড়িতে চলে যায়। পরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে আঘাত করে ১টি মোবাইল ও তার সাথে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com