চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল গণির পুত্র বন মামলার পলাতক আসামী আজগর আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে চুনারুঘাট থানার এস.আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আজগর আলীর বিরুদ্ধে সি.আর ২৮৭/০২ (বন) মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক আজগর আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com