মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে সিএনজি অটোরিকশা ও বাসের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হবিগঞ্জ আসার পথে কলিমনগর স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বিরতিহীন বাসের সাথে সংঘর্ষ বাধে। এতে ৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত জবেদা খাতুন (৭০) ও তার ছেলে আফরাজ মিয়াকে (৩০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত মোসারফ মিয়া (৩০), মরিয়ম বিবি (৪৫) ও আল আমিনকে (২৬) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে সিলেট প্রেরণ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com