বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের প্রেস ব্রিফিং

এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বালু সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক ও ইজারাদারদের সাথে প্রেস ব্রিফিং করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। বুধবার বিকেল ৪ টায় বাহুবল অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, রাষ্ট্রিয় আইনের বাইরে কোনো ইজারাদার তাদের মহাল থেকে বালু উত্তোলন করতে পারবে না। কোয়ারি কার্যক্রম পরিচালনার পূর্বে সহজে দৃশ্যমান হয় এরূপ স্থানে ইজারা প্রদানকারী কর্তৃপক্ষের নাম, ইজারাদারের নাম, ইজারাকৃত ভূমির পরিমাণ ও ইজারার মেয়াদ উল্লেখপূর্বক সাইনবোর্ড লাগাতে হবে। কোনো যাত্রিক যন্ত্র যেমন ড্রেজার, এস্কেভেটর মেশিন ব্যবহার করা যাবে না। অযান্ত্রিক পদ্ধতিতে সিলিকা বালু উত্তোলন করতে হবে। মহা সড়ক, ভবন, স্কুল ও কলেজের ৫০ মিটারের ভিতর বালুর স্তুপ রেখে কার্যক্রম চালানো যাবে না। কখনো কোনো অবস্থাতেই ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা যাবে না। যদি কেউ এ রকম অবৈধ কর্মকান্ড করে তাহলে সংবাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতি আহবান জানান। এ রকম অবৈধ কর্মকান্ড ঘটলে তাকে অবগত করলে সাথে সাথে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। মহা সড়কে চলাচলরত সিএনজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিকল্প যানের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নুর, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও মুক্তিযোদ্ধা কমান্ডারগণ উপস্থিত ছিলেন।