চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ নুরুল ইসলাম। তিনি বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। সেন্টারে বয়স্ক ভাতা ভোগীদের ডাটা এন্ট্র্রির কার্যক্রম, ব্রীজ-কালভার্ট পরিদর্শন ও আর্থিক বিধি-বিধান অনুসরণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পরামর্শ দেন। পরে এলজিএসপিসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম সম্পর্কে এবং বিভিন্ন সামাজিক সমস্যা বাল্য বিবাহ, যৌতুক, মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি সচিব মাসুদ আহমেদ, ইউপি সদস্য মোঃ আব্দুর রউফসহ সকল ইউপি সদস্যবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com