মঙ্গলবার ছিল বিজয়া দশমী। মন্ডপে মন্ডপে দেবী বিদায়ের সুর বেজে উঠে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গোপূজা’। সকাল থেকেই মন্ডপে মন্ডপে দেবী বিদায়ের সুর বেজে উঠে। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে ভক্তরা বিদায় জানান। দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী সব আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবী বিদায়ের আগে মন্ডপে মন্ডপে ভক্তরা সিঁদুর খেলায় অংশ নেন। ছবিতে হবিগঞ্জ শহরের একটি পূজা মন্ডপে ভক্তদের সিঁদুর খেলার একটি দৃশ্য।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com