বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে প্রতীকী কফিন নিয়ে ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ পৌরসভার সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জসিম মাহমুদ, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ, শাহ মুরাদ, মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, শাহ রাজিব আহমেদ হৃদয়, মনিরুল ইসলাম মনি, এ, কে, এম বদরুদ্দোজা রানা, শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বাপ্পি, আরিফ খান জয়, আরফিন আবদাল রিয়াদ, জুয়েল মিয়া, নোমান আহমেদ, হাসান চোধুরী, আব্দুল কাইয়ূম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, জাবের আহমেদ, নুরুল ইসলাম, আফজল খান প্রমূখ। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দেশে এখন বাকশালী যুগ চলছে। দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
শেষে মরহুম আবরার ফরহাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সাথে আবরারের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি