চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও দাখিল মাদ্রাসায় মিড-ডে মিলের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১ টায় মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ মাসুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মোঃ আমিনুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বায়েজিদুল হাসান, মুরাদ হোসাইন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক এস.এম সুলতান খান, আব্দুল মতিন, সিরাজুল হক, ল্যান্স কর্পোরাল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা রমিজ আলী, আঃ হামিদ, আঃ জব্বার মেম্বার, সুপার মাওলানা রফিকুল ইসলাম জাফরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক ফারুক মিয়া প্রমূখ। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলিম খান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com