স্টাফ রিপোর্টার ॥ সম্মেলনের মধ্য দিয়ে নতুন মাইল ফলক ছুয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগ। হাজার হাজার নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া সম্মেলনই প্রমাণ করে সংগঠনটি হবিগঞ্জে অত্যন্ত সুসংগঠিত। এই সম্মেলনের মধ্য দিয়ে হবিগঞ্জে নারী নেতৃত্বের নতুন যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে হবিগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগ, এটাই আমরা প্রত্যাশা করি। জেলা আওয়ামী মহিলা লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ সদস্যের বাসভবনে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী মহিলা লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী মহিলা লীগের নেত্রীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন এমপি আবু জাহির।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি জমিলা খাতুন, সহ-সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী ও তাহেরা চৌধুরী, সাধারণ সম্পাদক আলেয়া জাহির, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মুসলিমা খানম শারমিন, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা ও জাহেনারা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক রওশনারা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, রীনা রহমান ও অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সী।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com