এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে বালুর গভীর গর্তে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা একটার দিকে উপজেলার হিলালপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে এলাকার কিছু বালু ব্যবসায়ী। বালু উত্তোলনের ফলে কৃৃষি জমিগুলো ৭০/৮০ ফুট পর্যন্ত গভীর হয়। উল্লেখিত সময়ে শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র সিয়াম আহমেদ (৮) সহপাঠিদের সাথে মাঠে খেলতে যাওয়া অবস্থায় বেখেয়ালে বালুর গর্তে পড়ে যায়। গর্তে পড়ে পানির নিচে কাঁদায় দেবে গেলে সে আর উঠতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহপাঠিরা তার মামার বাড়িতে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানির নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। সিয়ামের লাশ বাড়িতে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠে।
উল্লেখ্য, সিয়াম দীর্ঘদিন ধরে তার মাকে নিয়ে মামার বাড়ি হিলালপুর গ্রামে বাস করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com