স্টাফ রিপোর্টার ॥ অর্থ আত্মসাত, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিতসহ কর্তব্যে অবহেলার দায়ে বিদ্যালয়ের নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ অক্টোবর বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের অনুলিপি প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভায় জানানো হয়, বিদ্যালয়ের আত্মাসাতকৃত ৮ লাখ ১৪ হাজার ২৫৬ টাকার মধ্যে বিভিন্ন হিসেবে ১ লাখ ৪৭ হাজার ১৫০ টাকা জমা দিয়ে প্রধান শিক্ষক আত্মসাতের দায় স্বীকার করেন। অবশিষ্ট টাকা জমা না দেয়ার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন তিনি। ম্যানেজিং কমিটি তাকে কারণ দর্শানোর ৩টি নোটিশ প্রদান করে। তিনি ২টির জবাব দিয়েছেন। কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটি পূণরায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু অদ্যাবধি তিনি তার জবাব দেননি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় নোটিশ প্রদানের পরও কাজে যোগদান না করে চাকুরীর বিধি লঙ্ঘন করেছেন প্রধান শিক্ষক কামাল হোসেন। বিদ্যালয়ের আয় ব্যয়ের রেজিস্টার (ক্যাশ বই) বিল ভাউচারের ফাইলগুলোসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তিনি নিয়ে গেছেন। এগুলো ফেরত দেয়ার জন্য নোটিশ প্রদান করা হলেও তিনি তা ফেরত দেননি। তাই ম্যানেজিং কমিটি সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে। এ তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com