চুনারুঘাট প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় চুনারুঘাটে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ উপজেলাতে ৮৩টি পূজামন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। দুর্গোৎসবের চতুর্থ দিন সকালে মন্ডপে মন্ডপে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পন করে মনোজগতের আসুরিক প্রবৃত্তি, সমাজ ও রাষ্ট্রের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি জাগরণে প্রার্থনা জানানো হয়। মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা হয়েছে। চান্দপুর চা বাগান দুর্গা মন্দিরের পাশের পুকুরে পৌর শহরের দুর্গা প্রতিমাসহ বিভিন্ন পূজামন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com