বিষয়টি হাস্যকর বললেন সাধারণ জনগণ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের সাবেক মেম্বার অস্ত্র মামলায় আটক শাহজাহান মিয়ার ফাঁসির দাবিতে বানিয়াচং-আজমিরীগঞ্জের আনাচে-কানাচে ‘ফাঁসি চাই’ লেখা পোস্টার লাগিয়েছে নোয়াগড় গ্রামবাসী। এই পোস্টারে তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ ও বানিয়াচং থানায় হত্যা মামলাসহ প্রায় ১১টি মামলার আদ্যপান্ত তুলে ধরা হয়েছে। তাকে কুখ্যাত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, জলদস্যু, খুনী, অস্ত্র ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী হিসেবে তোলে ধরা হয়েছে এই পোস্টারে। অপরদিকে জলসুখা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনগণ উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শাহজাহান মিয়ার (সাবেক মেম্বার) উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে এটা নিয়ে নানা মুখরোচক আলোচনা চলছে। কেউ বলছেন একজন চিহ্নিত অপরাধীর পক্ষে অনেকেই সাফাই গেয়ে তার মুক্তির জন্য প্রচারণা চালাচ্ছেন। আবার অনেকেই বলছেন মেম্বার শাহজাহান এলাকায় থাকা অবস্থায় কেউ তার সম্পর্কে কটু কথা বলতেও সাহস পায়নি। আর এখন সে জেলে থাকায় তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে একদল মানুষ। তারা আরো জানান, একই জায়গায় পাশাপাশি করে পোাস্টার লাগানোর ফলে এটা মানুষ আগ্রহ নিয়ে দেখছে। বিষয়টিকে অনেকেই হাস্যকর বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বানিয়াচং ঝিংড়ি নদীর পূর্বপাশ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শাহজাহান মেম্বারকে র‌্যাব গ্রেফতার করে। পরে তাকে বানিয়াচং থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৯ এর ডিএডি নজির হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শাহজাহান মেম্বার বর্তমানে জেল হাজতে রয়েছেন।