মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রতিমন্ত্রী মাহবুব আলী

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী, ভাইসহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারণে আমি পরিবারের কাছে সমালোচিত। আওয়ামী লীগের ত্যাগি কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগি ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে। দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দূর্নীতি সহ অসৎ কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না। তিনি মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রহম আলী, আব্দুর রাজ্জাক, জাহেদ খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আলাউদ্দিন, এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, এরশাদ আলী, চেয়ারম্যান আরিফুর রহমান, সফিকুর রহমান, তৌফিক আলম চৌধুরী, আপন মিয়া, আবু তাহের লস্কর, নাসির খান, বাবুল খান, অপু চৌধুরী, তোফাজ্জল হোসেন ছুরুক, আব্দুল হাই, মিজানুর রহমান, ফারুক পাঠান প্রমূখ।