চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বহুল আলোচিত ভূয়া ডাক্তার প্রদীপ কুমার দেবনাথকে ভ্রাম্যমান আদালত আবারও জরিমানা করেছেন। রবিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) স ম আযহারুল ইসলাম বাল্লা রোডস্থ তার চেম্বারে অভিযান পরিচালনা করে অবৈধভাবে চেম্বারে রোগীর চিকিৎসা করার অপরাধে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় তাকে আর প্র্যাকটিস না করার নির্দেশ দিয়ে তার চেম্বার সিলগালা করে দেন। এর আগেও তার কাগজপত্র জব্দ করেন এবং জরিমানা করে তাকে প্র্যাকটিস না করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সে তা না মেনে আবারো চিকিৎসা শুরু করে। অথচ তার কোন সনদ নেই। তার অপচিকিৎসায় রোগীরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে পারেন।
তার চেম্বার সিলগালা করায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু থেমে নেই অপর ভূয়া ডাক্তার আয়েশা আক্তার। তার ভয়ে আতঙ্কিত চুনারুঘাটবাসি। সে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে সারা উপজেলায় চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আয়েশার যাবতীয় কাগজপত্র প্রশাসনের হাতে জব্দ রয়েছে। তারপরও থেমে নেই তার অপচিকিৎসা। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আয়েশা এখনো ডাক্তার বা নার্স পরিচয়ে পাড়াগাঁয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে। তার অপচিকিৎসায় উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকটি নবজাতক মারা গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে আদালতে মামলাও রয়েছে।
থেমে নেই আয়েশার অপচিকিৎসা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com