জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর কোর্টে বিভিন্ন মামলার চোরাইকৃত মোটর সাইকেল নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিপুল ১৮টি মোটর সাইকেল নিলামে বিক্রি করা হয়। হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের নির্দেশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে মোটর সাইকেলগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। নিলামে অর্ধশতাধিক ক্রেতা অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতাগণকে এসব মোটর সাইকেল দেয়া হয়। মালখানার দায়িত্বপ্রাপ্ত সিএসআই মোঃ সিরাজ উদ্দিন জানান, বিভিন্ন থানার উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেল দীর্ঘদিন ধরে আদালতের মালখানায় ছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় মোটর সাইকেলগুলো নিলামে বিক্রি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com