স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা প্রদানের দাবিতে মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার সকাল ৯টা থেকে পৌরসভা চত্ত্বরে এ কর্মবিরতি শুরু হয়। আজ মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি শুরু করেন। এসময় কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা চত্ত্বরে অবস্থান নিয়ে এক দফা দাবিতে শ্লোগান দিতে থাকেন। এ সময় বক্তব্য রাখেন পৌর সচিব এম আমিনুল ইসলাম, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় রঞ্জন রায়, সাধারণ সম্পাদক সনজিত কুমার বিশ্বাস, মো. ইজাজুর রহমান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com