স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের জলসুখা থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো- জলসুখা গ্রামের আব্দুল হাসিমের পুত্র মোখলিছ মিয়া (৩২) ও একই গ্রামের আজাদ মিয়ার পুত্র সজিব মিয়া (২৮)।
পুলিশ জানায়, ইছবপুর গ্রামস্থ জলসুখা বাজারের উত্তর পাশের লন্ডন প্রবাসী ফাতেমা আক্তারের পুকুর পাড়ের টিনের তৈরি ছোট ঘরে অবস্থান নিয়ে গ্রেফতারকৃতরাসহ তাদের এক সহযোগী মিলে মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোখলিছ মিয়া ও সজিব মিয়াকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত মোখলিছ মিয়ার ছোট ভাই লাউছ মিয়া (২৯) পালিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে যাচ্ছে। তাদের দ্বারা এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে। আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক জানান, গ্রেফতারকৃত ২ জনসহ পালিয়ে যাওয়া লাউছ মিয়াকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com