স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- মাধবপুরে সর্বস্থরের জনসাধারণ তৃতীয় বারের মতো আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে ভালবাসার ঋণে আবদ্ধ করেছেন। জনসাধারণের এ ঋণ শোধ করার নয় কিন্তু যতদিন বেঁচে থাকব জনসাধারণের কল্যাণে কাজ করে যাব। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আমাদের উপজেলা পরিষদ কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই আধূনিক উপজেলা গড়তে হবে। সোমবার দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামবাসী তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আব্দুল জব্বার সর্দারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আলফাজ মিয়া, বুলবুল আহম্মদ, লিয়াকত আলী, রোকনউদ্দন, জামালউদ্দিন খাঁন, পাবেল মাস্টার প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com