‘হবিগঞ্জে সাংবাদিকতার অতীত-বর্তমান সমস্যা ও সম্ভাবনা’ শিরোনামে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে। মূলত প্রতিবেদনটিতে হবিগঞ্জে সংবাদপত্রের অতীত ও বর্তমান ইতিহাস তুলে ধরা হয়েছে। কিন্তু প্রতিবেদনটির দ্বিতীয় প্যারায় সংবাদপত্রের অতীত ইতিহাস লিখতে গিয়ে হবিগঞ্জে দৈনিক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। দৈনিক প্রতিদিনের বাণী হবিগঞ্জের প্রথম দৈনিক সংবাদপত্র। যে কারণেই হোক এখানে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ১৯৯৭ সালে আমার সম্পাদনায় প্রতিদিনের বাণী প্রকাশিত হয়। এটি হবিগঞ্জের প্রথম সংবাদপত্র হলেও প্রতিবেদনের তৃতীয় প্যারায় প্রতিদিনের বাণীর প্রকাশকাল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিবেদনে আমার সম্পাদনায় প্রতিদিনের বাণী প্রকাশের কিছুদিন পরই প্রকাশক মোহাম্মদ শাবান মিয়া সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন উল্লেখ করা হয়েছে। প্রায় ৫ বছর কিন্তু কিছুদিন নয়, পত্রিকাটির প্রকাশনার শুরু থেকে ২০০২ সাল পর্যন্ত আমার সম্পাদনায় পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়।
প্রতিবেদক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল আমার শ্রদ্ধেয়। হবিগঞ্জে সংবাদপত্রের অতীত ইতিহাস নিয়ে প্রকাশিত তাঁর প্রতিবেদনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রতিবেদকের প্রতি শ্রদ্ধা রেখেই এই ইতিহাসের প্রকৃত সত্য যাতে অক্ষুন্ন থাকে, এজন্যই ব্যাখ্যাটুকু দিতে অনুপ্রাণিত হয়েছি।
চিন্ময় আচার্য্য
সম্পাদক ও প্রকাশক
সুপ্রভাত মিশিগান
মিশিগান, যুক্তরাষ্ট্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com