স্টাফ রিপোর্টার ॥ লাখাই’র ভাদিকারা গ্রামের বাসিন্দা হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ ও আবুল খায়ের হিরু গংদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি হয়েছে। শনিবার অতিরিক্ত পুলিশ সুপারের (হবিগঞ্জ সদর সার্কেল) কার্যালয়ে এ বিরোধ নিষ্পত্তি হয়। পুলিশ সুপারের নির্দেশে বিরোধ নিষ্পত্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
সূত্র জানায়, ১৯৭৮ সালে অ্যাডভোকেট মোঃ ছালেহ উদ্দিন উদ্দিন আহমেদ গংদের সাথে একই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মান্নানের পুত্র আব্দুল খায়ের হিরু গংদের জায়গা জমি ও বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান বিরোধ নিষ্পত্তি করেন দেন। পরবর্তীতে ২০১৬ সালে পুনরায় আবুল খায়ের হিরু গংদের সাথে আবারো অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ গংদের বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় মুরুব্বীয়ান শালিসে বসেও উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করতে পারেননি। চলতি বছরের ২২ সেপ্টেম্বর এ নিয়ে উভয়পক্ষ পুলিশ সুপারের বরাবরে দরখাস্ত করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এ বিষয়টি নিষ্পত্তি করতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে দায়িত্ব দেন। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম উভয়পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তার কার্যালয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সমঝোতায় বসেন। উভয় পক্ষের সম্মতিতে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার। সমঝোতা বৈঠকে উভয়পক্ষ অঙ্গীকার করেন তারা স্ব স্ব অবস্থানে থাকবেন এবং কোন প্রকার বিরোধে জড়াবেন না। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হল।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ জনগণের শান্তির জন্য কাজ করে। এ হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি। আমরা চাই একটি সুখি ও শান্তিপূর্ণ হবিগঞ্জ গড়ে উঠুক।