স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে নারীরা আজ প্রাধান্য পাচ্ছে। দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রাখছে নারী সমাজ। নারীদের এই নেতৃত্বের সুযোগ করে দিয়েছেন আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যখন মাসের পর মাস জেলে থাকতেন তখন দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ’৭৫ সনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দলকে সুসংগঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমরা সমুদ্র এবং মহাকাশ জয় করেছি তারই মাধ্যমে। শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, ’৭৫ সনে দুর্বৃত্তরা জাতির পিতাকে হত্যা করেছে। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা হারাতে চাই না। হবিগঞ্জের প্রতিটি ইউনিয়নে আওয়ামী মহিলা লীগের কমিটি রয়েছে। তাদেরকে আরো সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
জাতীয় এবং দলীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন।
জেলা মহিলা লীগ সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। বিশেষ অতিথি ছিলেন এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় মহিলা লীগের সহ-সভাপতি সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, আলেয়া পারভিন রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এসকে আনার কলি পুতুল, আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক হোসনে আরা রানী, সমবায় বিষয়ক সম্পাদক দিলারা মোস্তফা প্রমূখ। এছাড়াও জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ এবং প্রতিটি উপজেলার সভাপতি বক্তৃতা করেন।
বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে জমিলা খাতুন সভাপতি, ইসমত আরা জলি, নুসরাত মাহমুদ চৌধুরী, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী ও তাহেরা চৌধুরী সহ-সভাপতি, মিসেস আলেয়া জাহির সাধারণ সম্পাদক, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মুসলিমা খানম শারমিন, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা ও জাহেনারা আক্তার বিউটিকে যুগ্ম সাধারণ সম্পাদক, রওশনারা ভূইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, রীনা রহমান ও অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সীকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে সম্মেলন ঘিরে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে নারী নেত্রীরা সকাল থেকেই জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে জড়ো হতে থাকেন। দুই সহ¯্রাধিক নারীর অংশগ্রহণে দুপুরে শুরু হয় সম্মেলন। হবিগঞ্জে নারীদের সাংগঠনিক উৎসাহ-উদ্দীপনায় মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করেন কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রীরা।
আওয়ামী মহিলা লীগের সম্মেলনে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com