উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ৯০টি ও পৌরসভায় ৮টি মিলে ৯৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী শনিবার সম্পন্ন হয়েছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আনন্দময়ীর আগমনে ধনী-গরিব আবাল বৃদ্ধ-বনিতা সকল লোকজন ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীসহ সকল পূজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা এবং শহর জুড়ে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। আনন্দ উৎসাহ উদ্দীপনার ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও।
শাস্ত্রমতে, এ বছর দেবী ঘোটকে আগমন এবং গোটকে গমন করবেন। সমাজের সকল আসুরিক শক্তির বিনাশ সাধন করে সর্বত্র শান্তি স্থাপনের মুলমন্ত্রই হলো শারদীয় দুর্গাপূজার মুল উদ্দেশ্য। সারা দেশের ন্যায় এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৯০টি এবং পৌরসভায় ৮টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক পূজামন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নেয়া হয়েছে নানা উদ্যোগ। নবীগঞ্জ পৌর সভার গোবিন্দ জিউড় আখড়া পূজামন্ডপ, লোকনাথ আশ্রম পূজামন্ডপ, শিবপাশা সন্ন্যাস পূজামন্ডপ, গয়াহরি প্রগতি সংঘ পূজামন্ডপ, জয়দুর্গা পূজামন্ডপ, গীতা সংঘ পূজামন্ডপ, পূর্ব তিমিরপুর পূজামন্ডপ, আদিত্যপুর নবজাগরণ পূজামন্ডপহ উপজেলার সবকটি পূজামন্ডপেই পূজারী ও দর্শনার্থীদের উপছেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া পূজামন্ডপে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। গোবিন্দ জিউড় আখড়াসহ পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, আখড়া পূজা কমিটির সভাপতি অশোক তরু দাস, সাধারণ সম্পাদক অনজিত দাশ প্রমূখ। এছাড়া শনিবার রাতে সদর ইউনিয়নের আদিত্যপুর নবজাগরণ সংঘের উদ্যোগে সংঘের সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন রায়ের পরিচালনায় গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি প্রমূখ।