স্টাফ রিপোর্টার ॥ অলিপুর আঞ্চলিক সড়কে টমটমের চাপায় ফজল মিয়া (১০) নামে এক স্কুলছাত্র মৃত্যু পথযাত্রী। শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ফজল মিয়া অলিপুর গ্রামের মজলিস মিয়ার পুত্র এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। ফজল বিকেলে স্থানীয় বাজারে সওদা আনতে গেলে রাস্তা পারাপারের সময় পেছন থেকে এক আনাড়ী টমটম চালক তাকে চাপা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় জনতা টমটমটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com