স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। শনিবার বিকেলে জেলা প্রশাসক মাধবপুরের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শামস্জ্জুামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, জেলা আনসার ভিডিপির উপ-পরিচালক তানজিনা বিনতে ইশা। পরে জেলা প্রশাসক শায়েস্তাগঞ্জের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পূজার খোঁজ খবর নেন। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com