শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ

এসএম সুরুজ আলী ॥ শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। সকাল সাড়ে ৭টায় শুরু হবে দেবীর মহাষ্টমী বিহিত পূজা। রাতে ৯টা ৪৩ মিনিট থেকে সাড়ে ১০টার মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার অংশ হিসেবে আজ সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এবার কুমারী রূপে পূজিতা হবেন যশোরের বাসিন্দা হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী কোয়ার্টারের সুমেন্দ নাথ মল্লিকের কন্যা সৌমি মল্লিক। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
দেবী পুরাণে কুমারী পূজার সুস্পষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে সাধারণত ১ বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়স ভেদে কুমারীর নাম হয় ভিন্ন। নিয়ম অনুযায়ী সকালে নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পড়ানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয়। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। শ্রীরামকৃষ্ণ বলেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত পবিত্র ও মাতৃভাবাপন্ন। মাতৃ অর্চনার সকল আয়োজনে যাতে কোন প্রকার ত্রুটি বিচ্যুতির অবকাশ না থাকে সেজন্য রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানামুখি পদক্ষেপ। আর সার্বিক নিরাপত্তার জন্য হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা বসানো হয়েছে।