স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা খনন করে খালে পরিণত করেছে স্থানীয় এক প্রভাবশালী। ফলে ওই গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে গ্রামবাসীর পক্ষে হান্নান মিয়া মামলা দায়ের করলে তা সরেজমিনে প্রতিবেদন দাখিলের জন্য অ্যাডভোকেট সুজিত চন্দ্র গোপকে দায়িত্ব প্রদান করেন বিজ্ঞ আদালত। অ্যাডভোকেট সুজিত চন্দ্র গোপ ঘটনাস্থলে গিয়ে দেখেন একদল লোক ওই রাস্তা দখল করে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করে খালে পরিণত করেছে। ফলে গ্রামবাসী ওই রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com