স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন, কোন ধর্মই জঙ্গীবাদ সমর্থন করে না। ইসলামের নামে মানুষ হত্যা, বোমাবাজি করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ধর্মের নামে বিপদগামী করা হয়। যা কোন ভাবেই কাম্য নয়। জঙ্গীবাদকে না বলে সকলকে জঙ্গীবাদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিচি মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ‘জঙ্গীবাদের কুফল ও করণীয়’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা উপরোক্ত কথাগুলো বলেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ২৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বরকত আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সদর থানার এসআই মোঃ সাহিদ মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ তাহির উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ কাজল আহমেদ, মোঃ আরব আলী, আব্দুল মন্নান প্রমূখ। সভা পরিচালনা করেন ডাঃ মোঃ জিতু মিয়া।
রিচি মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com