স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মুসা মিয়ার সাথে সাবেক মেম্বার আরজু মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুই পক্ষের লোকজন স্থানীয় বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে আহত সোহান মিয়া, শাহ আলম ও আতিকুর রহমানকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত সোহান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। একটি সূত্র জানায় বিবদমান দুপক্ষের মধ্যে হত্যাসহ প্রায় ২০/২৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com