স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার (সিলেট) এলএন কৃষ্ণমূর্তী। শুক্রবার রাতে শহরের কালীবাড়ি পূজামন্ডপ, রামকৃষ্ণ মিশন ও দেয়ানত রাম সাহার বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপগুলোর সৌন্দর্য্য দেখে তিনি অভিভূত হন। পরে তিনি দেয়ানত রাম সাহার বাড়ি পূজামন্ডপের আলোচনা সভায় অংশ নেন। দেয়ানত রাম সাহার বাড়ি পূজামন্ডপের বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সচিব অশোক মাধব রায়, পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাছিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাক শঙ্খ শুভ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জগদীশ চন্দ্র মোদক প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com