মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের টাউনহল এলাকার মনির স্টোরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের উপরের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মনির স্টোরের পরিচালক মোঃ শামীম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। শুক্রবার সকালে তিনি দোকান খুলে দেখেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, সিগারেটসহ বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে সদর থানার এসআই মোঃ মোজাম্মেল হক, ব্যকস সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ নেতৃবৃন্দ চুরির স্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে টোকাই কিশোর বা মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নাইটগার্ড থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় টাউনহল এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com