নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিরি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান নবীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে শপথ পাঠ অনুষ্ঠিত। শপথ গ্রহণ শেষে আব্দুল মতিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মহিনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কৃষ্ণ আচার্য্য, মোজ্জাকির আহমেদ, মাসুদ আহমেদ, গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফজলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com