স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিত লোকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সামাজিক সংগঠন শ্যামল ছায়া পরিবারের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্র লোকজনের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংগঠনের সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অহিন্দ দত্ত চৌধুরী, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, বর্তমান সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পারিষদের সভাপতি অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চৌধুরী বাজার পূজা উদযান কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অজয় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামল ছায়া’র মুখপাত্র আব্দুর রকিব রনি, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, বিপ্লব রায় সুজন, কৌশিক আচার্য্য পায়েল প্রমূখ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার। জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের উৎসবগুলোতেই জনগণের পাশে থাকেন। সব ধর্মের মানুষের অংশগ্রহণেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখতে হবে।
একইদিন বিকেলে এমপি আবু জাহির সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগরে জননী সংসদ ও আদ্যপাশায় দেবমাতা সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজা মন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণের উদ্বোধন শেষে প্রধান অতিথি’র বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, দেবমাতা সংঘের অধ্যাপক ডা. প্রদীপ দেব, মিলন বশাক প্রমূখ। রাতে শহরের দিয়ানত রাম সাহার বাড়ি এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে যান এমপি আবু জাহির।
সুবিধা বঞ্চিত লোকদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com