চুনারুঘাট প্রতিনিধি ॥ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নরসিংদী জেলার বেলানগর বাগিচা এলাকায় পিকআপ ভ্যান ও বাসের মুখামুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি গ্রামের ফার্নিচার ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৪৮) ও উপজেলার দেলগাঁও গ্রামের পিকআপ ভ্যান চালক জমসেদ মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চুনারুঘাট থেকে ফার্নিচার ভর্তি একটি পিকআপ ভ্যান নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে বেলানগর পৌঁছলে নরসিংদী থেকে ছেড়ে আসা অনন্য পরিবহন নামে একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে ভৈরব হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে রাত ১০টায় লাশ হস্তান্তর করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com