মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ পইল রোডে টমটম উল্টে ৬ যাত্রী আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দিয়ে চলাচলকারী ভোক্তভোগীরা জানান, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রায় প্রতিদিনই গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। শুক্রবার বিকেলেও একটি যাত্রীবাহী টমটম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে উল্টে যায়। এতে ৬ যাত্রী আহত হন।
ইজিবাইক চালক শাহিদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ওই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে সৃষ্ট খানাখন্দে বৃষ্টির পানি জমে কাঁদার সৃষ্টি হয়। আর এতে প্রায়ই আটকা পড়ছে যানবাহন। কখনো গাড়ি উল্টে আহত হচ্ছেন যাত্রীরা। অথচ সড়কটি সংস্কার করা হচ্ছে না। তিনি অবিলম্বে এ সড়কটি সংস্কারের দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com