স্টাফ রিপোর্টার ॥ অপরাধীদের সনাক্ত ও চুরি ডাকাতি রোধে পুলিশের পক্ষ থেকে হবিগঞ্জ শহরের নাইটগার্ডদের মাঝে রিফ্লেকটিং বেল্ট ও বাঁশিসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর থানা প্রাঙ্গণে শহরের বিভিন্ন স্থানের অর্ধ শতাধিক নাইটগার্ডদেরকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে ও ওসি তদন্ত জিয়াউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হবিগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর রোটারিয়ান মোদারিছ আলী টেনু। এছাড়াও উপস্থিত ছিলেন কোর্ট স্টেশন ফাঁড়ি পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, অনেক সময় নাইটগার্ডদেরকে দেখে বুঝা যায় না তারা আসলে কি দায়িত্ব পালন করছে। এ পোশাকে তাদের পরিচয়টা পরিস্কার হয়ে যায়। শুধু তাই নয়, এগুলো তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারে। তিনি আরও বলেন, শীতের সময় যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে শীতবস্ত্র¿ দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com