স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাতাখলা গ্রাম থেকে আল আমীন (২২) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আল-আমিন রাতের খাওয়া দাওয়া শেষে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। সকালে আল-আমিনের কোন সাড়া শব্দ না পেয়ে তার পিতা বসতঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে দেখতে পান যে, বসতঘরের বাঁশের তীরের সাথে আল আমিনের লাশ ঝুলছে। তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দিলে এস.আই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আল-আমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাত ৭টার দিকে চুনারুঘাট থানা পুলিশ আল-আমিনের মৃতদেহ তার পিতা নুরুল ইসলামের নিকট হস্তান্তর করলে রাত ৮টায় তাকে দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com