হবিগঞ্জের বিশিষ্ট দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ এসএস আল-আমিন সুমন একজন সৌখিন ফটোগ্রাফার। তিনি ফেসবুকে জনপ্রিয় ফটোগ্রাফি অনলাইন গ্রুপ ‘শখের ছবিয়াল’ এর অন্যতম এডমিন ও সমন্বয়কারী এবং ফটোগ্রাফি সোসাইটি অব হবিগঞ্জ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি ‘পাখির চোখে হবিগঞ্জ’ শিরোনামে ফেসবুকে একটি অ্যালবাম চালু করেছেন। যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরায় আকাশ থেকে ছবি ধারণ করেন। সেই ছবিতে হবিগঞ্জের বিভিন্ন স্থানের চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। তাঁর উদ্দেশ্য ছবির মাধ্যমে মানুষের কাছে হবিগঞ্জকে তুলে ধরা। এখন থেকে ডাঃ সুমন তাঁর ছবি ও ছবির পরিচিতি তুলে ধরছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায়। আজ প্রকাশিত হলো হবিগঞ্জ শহর ও খোয়াই নদী উপর থেকে তোলা তাঁর ছবি।
ডাঃ এসএস আল-আমিন সুমন
হবিগঞ্জ শহর ও খোয়াই নদী : আমরা প্রতিনিয়ত এই ব্রিজগুলো দিয়ে পারাপার হই। কিন্তু কখোনোই আমরা এভাবে দেখি না। নদীটি হবিগঞ্জ শহরকে দু’ভাগ করে দিয়েছে। আর শহরটিকে সংযুক্ত করেছে এই তিনটি ব্রিজ। একদম উপরেরটা হচ্ছে কামড়াপুর ব্রিজ, মাঝখানেরটা খোয়াই ব্রিজ এবং একদম নিচেরটা কিবরিয়া ব্রিজ। যদিও ব্রিজগুলো সংস্কারের প্রয়োজন আছে। নদীটির ডান পাশে শহরের উমেদনগর এলাকা। এছাড়া এদিক দিয়ে এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে যাবার সড়কপথ এবং নবীগঞ্জে যাবার রাস্তাও কিবরিয়া ব্রিজের ডান পাশে। আর নদীটির বামে হচ্ছে হবিগঞ্জ মূল শহর। আমাদের হবিগঞ্জ আসলেই সুন্দর। খোয়াই নদীটি শহরটিকে আরও সুন্দর করে তুলেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com