স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মোটর সাইকেলে সিটের নিচে ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল অভিনব কায়দায় রেখেও বিজিবির হাত থেকে রক্ষা পায়নি দুই মাদক ব্যবসায়ী। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৫৫ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাধবপুর উপজেলার ধর্মঘর পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ীদের মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেলে তল্লাসী চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটর সাইকেল ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ জামাল (৪০) ও ফাইজুর রহমানের ছেলে কাজী শরীফুল ইসলাম (২৬)।
৫৫ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ পিএসসি জানান, আটককৃত মাদকদ্রব্য ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪শ’ টাকা। আটককৃত আসামী, মাদকদ্রব্য এবং মোটর সাইকেল মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com