স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় আউয়াল মিয়া (৩০) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটকে রেখে মারধোর করার অভিযোগে কামড়াপুর বাইপাস সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আহত আউয়াল পশ্চিম ভাদৈ গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র, তিনি একজন ট্রাক চালক। শুক্রবার দুপুরে ওই এলাকার মা ট্রান্সপোর্টের সামনে ঘটনাটি ঘটে।
আহত সূত্র জানায়, মা ট্রান্সপোর্ট অতিরিক্ত মালামাল বহন করায় আউয়াল এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমসহ কতিপয় লোক তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মারধোর করে একটি কক্ষে আটক করে রাখে। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শ্রমিকরা কামড়াপুর বাইপাস সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে মা ট্রান্সপোর্টের মালিক সেলিম জানান, আউয়ালকে মারধোর করিনি। লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। একটি পক্ষ এ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।