স্টাফ রিপোর্টার ॥ সরকারি খাতের রাজস্ব যেমন- আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে ২৯ জুন শনিবার তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বলেছে- করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হল।
বিশেষ করে জেলাপর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার ২৯ জুন সাপ্তাহিক ছুটির কারণে বেশিরভাগ ব্যাংক বন্ধ থাকে। অথচ ওই দিন অর্থবছরের শেষ লেনদেন হবে। ৩০ জুন ব্যাংক ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে। ফলে চলতি অর্থবছরের শেষ ব্যাংকিং লেনদেন হবে আজ শনিবার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com