বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর পিতা সুবিদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার মরহুমের গ্রামের বাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মরহুম আমির আলী চৌধুরীর পুত্র জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পৌর যুবলীগের সহ-সভাপতি কাওছার চৌধুরী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কায়েছ চৌধুরী তাদের পিতার রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের নির্বাচনে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ১৭ দিনের মাথায় আমির আলী চৌধুরী ইন্তেকাল করেন। আলহাজ্ব আমির আলী চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে তার পুত্র বর্তমান বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বিপুল ভোটে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com