স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিজয়ীদের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন প্রশাসন থেকে উপজেলা নির্বাচন বিধিমালা ২০০৩ এর বিধি ৪৫ এর দ্রষ্টব্য অনুযায়ী চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ গাজীউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারের নামে গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়দের কাছে প্রেরণ করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com