স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লিজা আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী ঔষধের পরিবর্তে ভুলবশত বিষ খেষে মারা গেছে। সে উপজেলার কাটুরা গ্রামের নূর আলীর কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজার কারণে লিজার জ্বর উঠে। সন্ধ্যার দিকে লিজাকে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। পল্লী চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে জ্বর কমার এন্টিবায়োটিক সিরাপ দেন। ওইদিন রাত ৮টার দিকে লিজা এন্টিবায়োটিক সিরাপ ও জমিতে দেয়া কীটনাশক একই রকম থাকায় সে জ্বরের ঔষধ না খেষে কীটনাশক খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার এসআই এখলাছুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।