চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রোপা আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করেছেন কৃষকেরা। এলাকার কৃষকরা ধান চাষের পূর্ব প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করেছেন। কৃষকদের দম ফেলার ফুরসত পর্যন্ত নেই। ফজরের আযান দেয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ে জমি চাষের জন্য। এ সময় কৃষকেরা আউশ ধান ঘরে তুলে, রোপা আমন ধানের চারা রোপন করেন। গরুর হাল ছাড়াও পাওয়ার টিলার, হ্যারো হাল দিয়ে তিন থেকে পাঁচবার করে হাল দিয়ে জমি প্রস্তুত করে নেন কৃষকেরা। সরেজমিনে দেখা যায়, জমিতে হাল দিয়ে অনেক কৃষক সপ্তাহ খানেক বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করে। তারপর জমিতে জাবর দিয়ে রাখা হয়। কারণ হলো পূর্বের বোরো ধানের খরের নাড়াগুলো যাতে পঁচে যায়। বাড়তি জৈব সারের চাহিদা ধানের খরের পঁচা নাড়া হতে চলে আসে। এ সময় কারো কারো বীজতলায় আগাম ধানের চারা সপ্তাহ খানেক আগেই বপনের জন্য প্রস্তুত হয়েছে আর কারো বা সপ্তাহ পরে। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে অনেক কৃষক ৮-১০দিন আগেই জমি প্রস্তুত করে রোপা আমন ধানের চারা রোপন করছেন। উঁচু জমিগুলোতে স্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে অনেক কৃষক রোপা আমন ধান রোপন করছেন।
উপজেলার চান্দপুর চা বাগান, লস্করপুর চা বাগান, চন্ডী চা বাগান সহ বেশ কয়েকটি বাগান থেকে আসা মজুরী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, রোপা আমন ধান রোপনের সমস্ত কাজ চুক্তি ভিত্তিতে ক্ষেত মজুররা কৃষকদের করে দিয়ে থাকেন। এক খের প্রতি (৩৬ শতাংশে) ৮০০-১২০০ টাকা করে নিয়ে ধান রোপনের সমস্ত কাজ করে দেন তারা। আবার অনেক কৃষক নিজেই ধানের চারা রোপন করে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার বলেন, কৃষক একটু সচেতন হলে এবং কৃষি পরামর্শ নিয়ে সারিবদ্ধ ভাবে ধান রোপন করলে আরো ভালো ধানের ফলন হবে।