স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃহত্তর কাটাখালি গ্রামের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কাটাখালি জামেয়া নূরীয়া মাদ্রাসা ময়দানে হিলফুল ফুযুল সমাজ কল্যাণ পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। মাওলানা শামছুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ব্যাংকার তবারক আলী লস্কর, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুর এর শিক্ষক মাওলানা আহমদুল হক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার শামছুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী ডাঃ মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানে এলাকার ৮৩ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com